দুর্নীতি মামলায় আদালত পরিবর্তনের আবেদন খালেদার

ন্যয়বিচার না পাওয়ার আশঙ্কার কথা জানিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির জন্য আদালত পরিবর্তনের আবেদন জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এই আবেদন করেন।

মাহবুব উদ্দীন খোকন বিষয়টি নিশ্চিত করে জানান, বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের দ্বৈত বেঞ্চে আগামীকাল (সোমবার) এ সংক্রান্ত আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, “ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা থেকে আদালত পরিবর্তনের আবেদন করা হয়েছে এই আবেদনে। ”

এর আগে, গত ১৬ মে এই মামলাটি ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত থেকে ঢাকা বিশেষ জজ আদালত-৫ এ স্থানন্তর করা হয়।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগ এনে ২০০৮ সালে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে রমনা থানায় আরও একটি মামলা করে দুদক। এই মামলার অন্য আসামিরা হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।