‘তারেকের নির্দেশেই চার এমপি শপথ নিলেন’

তারেক রহমানের নির্দেশেই বিএনপির চারজন সংসদ সদস্য শপথ নিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ সোমবার সন্ধ্যায় একটি টিভি চ্যানেলকে এ কথা জানান তিনি।

এর আগে সোমবার বিকেলে বিএনপি থেকে নির্বাচিত ৪ সংসদ সদস্য শপথ নেন। জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ নেওয়া সাংসদ সদস্যরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুন অর রশীদ ও বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের মোশারফ হোসেন। এর আগে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ ও গণফোরামের মোকাব্বির খান।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট আটটি আসনে জয়লাভ করে। এর মধ্যে ছয়জন বিএনপির; বাকি দু’জন ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামের। নির্বাচনের পরপরই ভোটে ব্যাপক অনিয়ম এবং কারচুপির অভিযোগ তুলে তা প্রত্যাখ্যান করে জাতীয় ঐক্যফ্রন্ট।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)