দেহরক্ষীকে রানি বানালেন থাইল্যান্ডের রাজা

নিজের দেহরক্ষী দলের উপপ্রধানকে বিয়ে করেছেন থাইল্যান্ডের রাজা মহা বাজিরালংকর্ণ। বিয়ের পরই ওই রক্ষীকে রানি সুথিদা উপাধি দিয়েছেন তিনি।

রাজা মহা বাজিরালংকর্ণ (৬৬) রাজা রাম দশম নামেও পরিচিত। তার বাবা রাজা ভূমিবল আদুলিয়াদেজের মৃত্যুর পর সিংহাসনে বসতে যাচ্ছেন তিনি। শনিবার বৌদ্ধ ও ব্রাহ্মণ নিয়মানুসারে তার রাজ্যাভিষেক হবে। পরের দিন ব্যাঙ্ককে হবে তার রাজ্য ভ্রমণ।

রাজকীয় এক ফরমানে রাজার নতুন বিয়ে কথা জানা যায়। পরে থাই টেলিভিশন চ্যানেলের খবরেও বিয়ের অনুষ্ঠানের ভিডিও ফুটেজ দেখা গেছে।

জানা গেছে, বাজিরালংকর্ণের স্ত্রী সুথিদা তিদজাই আগে ফ্লাইট অ্যাটেন্ড্যান্ট ছিলেন। ২০১৪ সালে রাজা মহা বাজিরালংকর্ণ তাকে দেহরক্ষী দলের ডেপুটি কমান্ডার নিযুক্ত করেন। এরপর কিছু বিদেশি সংবাদমাধ্যম সুথিদা ও রাজার ঘনিষ্ঠ সম্পর্কের খবর ফাঁস করে। যদিও রাজপ্রাসাদের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করা হয়নি।

বুধবার বাজিরালংকর্ণ ও সুথিদার বিয়ের অনুষ্ঠানের একাধিক ভিডিও থেকে দেখা গেছে, বিয়েতে রাজ পরিবারে সদস্য ও থাইল্যান্ডের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাজিরালংকর্ণ এর আগে তিন বার বিয়ে ও বিবাহ বিচ্ছেদের মধ্যে দিয়ে গেছেন। তার সাত সন্তানও রয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)