ইরাকে জুমার নামাজে মসজিদে বিস্ফোরণে নিহত ১০

ইরাকের রাজধানী বাগদাদে জুমার নামাজের সময় একটি শিয়া মসজিদে একটি বোমার বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।  

দেশটির পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, এ ঘটনায় আরও কয়েক ডজন ব্যক্তি আহত হয়েছে। খবর আল-জাজিরার। সদর শহরের বালাদিয়াতের ইমাম মাহদি আল-মুন্তাদর মসজিদে ওই বিস্ফোরণ ঘটে। এসময় জুমার নামাজ আদায়ে মসজিদে জড়ো হয়েছিলেন মুসল্লিরা।

পুলিশের ক্যাপ্টেন আহমেদ খালাফ বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, হামলাকারী একটি বিস্ফোরক-বোঝাই বেল্ট পরিহিত ছিলেন।

তিনি বলেন, এ ঘটনায় ১০ জন নিহত হয়েছে এবং ডজনের বেশি মানুষ আহত হয়েছে। তবে অন্যান্য নিউজ এজেন্সি নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা বাহিনীর এমন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এ ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছে। এদিকে কোনও গ্রুপই এখনও এই হামলার দায় স্বীকার করেনি।

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)