বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ চলছে

বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ আজ সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে। ১৪১টি ভোটকেন্দ্রে বিকেল ৫টা পর্যন্ত ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ শুরু হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, মুসলিম লীগ, বাংলাদেশ কংগ্রেস ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন। যার মধ্যে নারী ভোটার ৫১ শতাংশ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকাল রোববার সকাল থেকেই বিজিবি সদস্যরা নির্বাচনি এলাকায় টহল শুরু করেছেন। ১৫ প্লাটুন বিজিবি অবস্থান করছে নির্বাচনী এলাকায়।

বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল মালেক জানান, বিজিবি সদস্যরা নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কাজ করবেন।

নির্বাচন কমিশন জানায়, ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত সংসদ নির্বাচনে বগুড়া সদর আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হন। কিন্তু তিনি ‌‌‌নির্দিষ্ট সময়ের মধ্যে শপথ গ্রহণ না করায় আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)