টেকনাফে মানবপাচার মামলার তিন আসামি 'বন্দুকযুদ্ধে' নিহত 

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা মানবপাচার মামলার তিনজন আসামি পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছে। রোববার ভোররাতে টেকনাফের মহেশখালিয়াপাড়া নৌঘাটে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৩ টি এলজি, ১৫ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ ও ২০টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।  

নিহতরা হলেন- টেকনাফের গোলপাড়া এলাকার আব্দু শুকুরের ছেলে কুরবান আলী, পৌরসভার কেকে পাড়া এলাকার আলী হোসেনের ছেলে আব্দুল কাদের ও সুলতান আহমদের ছেলে আব্দুর রহমান।  

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানিয়েছে, রোহিঙ্গা মানবপাচার মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে মহেশখালিয়াপাড়া নৌকা ঘাটে অভিযানে যায় পুলিশ।  

এ সময় মানবপাচারকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয় ওই তিন মানবপাচারকারী।  

পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)