সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দেওয়ায় ছাত্রের রগ কর্তন

সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দেওয়ায় যশোরে ইমন মোল্লা (২০) নামে এক কলেজছাত্রের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের নীলগঞ্জ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ইমন নীলগঞ্জ এলাকার বাসিন্দা ও যশোর সিটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

ইমনের ভাই প্রান্ত অভিযোগ করেন, যশোর শহরের নীলগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী মনার কর্মকাণ্ডে বাধা দেওয়ায় মঙ্গলবার রাত ১০টার দিকে তার নেতৃত্বে রাশেদ, সবুজ, সাব্বির, রকি, বিন্দুসহ ৭/৮ জন ইমনকে নীলগঞ্জ ব্রিজের পাশে ধরে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং তার বাম পায়ের রগ কেটে দেয়। পরে স্থানীয়রা ইমনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ইমনের অবস্থা গুরুতর জানিয়ে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহেদুজ্জামান আজাদ বলেন, আহত ইমনের শরীরে আটটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালের জরুরি বিভাগে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হস্তান্তর করা হবে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে বলে জানান যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সমীর কুমার বিশ্বাস।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)