‘সৌদিতে সরকারের প্রতিশ্রুতি শীঘ্রই বাস্তবায়িত হবে’

সৌদি আরবে বাংলাদেশি ব্যবস্থাপনায় পরিচালিত বিদ্যালয়ের জন্যে জমি ক্রয় এবং নিজস্ব ভবন নির্মাণে সরকারের দেওয়া প্রতিশ্রুতি শীঘ্রই বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন।

শনিবার সন্ধ্যায় কনস্যুলেট প্রাঙ্গনে জেদ্দা ইংলিশ স্কুল নতুন জায়গায় পরিবর্তনের বিষয়ে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে স্কুলের অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভা করে স্কুল পরিচালনা পরিষদ।

সভায় সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পর্ষদ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, প্রধান অতিথি ছিলেন, জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন।  

আরও উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, প্রফেসর ডক্টর মজিবুর রহমান, প্রফেসর ডক্টর আকবর আলী, প্রফেসর ডক্টর মোস্তফা মনোয়ার কনস্যুলেটের উর্দতন কর্মকর্তা  স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা।

(নিউজ টোয়েন্টিফোর/আল-আমিন/তৌহিদ)