নিউইয়র্কে বঙ্গ সম্মেলন নিয়ে ‘কিক-অব বাংলাদেশ’

কলকাতার বাঙালিদের ‘বঙ্গ সম্মেলন’-এ বিভিন্ন কর্মসূচি অন্তর্ভুক্তির তথ্য জানালেন সম্মেলনের কর্মকর্তারা। আগামী বছর নেভাদা অঙ্গরাজ্যে লাস ভেগাসে অনুষ্ঠিত হবে ‘চল্লিশতম বঙ্গ সম্মেলন’।  

বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করবে বঙ্গ সংস্কৃতি সংঘ।     বঙ্গ সম্মেলন নিয়ে নিউইয়র্কে ২৮ জুন অনুষ্ঠিত হয় ‘কিক-অব বাংলাদেশ’। এবারের বঙ্গমেলা হবে আরিজোনায় ৭-৮ সেপ্টেম্বরে। এর সভাপতি হচ্ছেন বাংলাদেশের বাঙালি মাহবুব রেজা রহিম এবং সেক্রেটারি ভারতীয় বাঙালি সংঘ মিত্র।   নিউইয়র্কে ‘কিক অব বাংলাদেশ’ অনুষ্ঠানের বক্তারা বলেন, বঙ্গ সম্মেলনের সবচেয়ে বড় মঞ্চটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করা হচ্ছে।  

এই মঞ্চে ভিন্ন ভিন্ন আঙ্গিকে বঙ্গবন্ধুকে উপস্থাপন করা হবে। নাচ, গান, আবৃত্তি, অভিনয় ও কথামালায় বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ এ পরিবেশনায় অংশ নেবে দেশ ও প্রবাসের শতাধিক শিল্পী। এতে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হবে।

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)