সীমান্তে গুলিবিদ্ধ ভারতীয় রাখাল আটক

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তাড়া খেয়ে বাংলাদেশে প্রবেশ করা গুলিবিদ্ধ এক ভারতীয় রাখালকে আটক করেছে বিজিবি।

আটক রাখাল মফিজুল সরদার ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার স্বরুপনগর থানার বড় বাকড়া গ্রামের রজব আলী সরদারের ছেলে।

বিজিবি জানায়, রোববার দুপুরে ভারতীয় রাখাল মফিজুল সরদার সীমান্তের ৮/৪-এস নং পিলারের কাছ দিয়ে চোরাই পথে একটি গরু নিয়ে ঘোরাঘুরি করছিল। এ সময় ভারতের ১৫৩ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ দুবলিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে এক রাউন্ড রাবার বুলেট ছোড়ে।  

পরে বিএসএফ সদস্যদের ধাওয়া খেয়ে সাতক্ষীরার কালিয়ানী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। এক পর্যায় বিজিবি কালিয়ানী ক্যাম্পের সদস্যরা তাকে কালিয়ানী নামক স্থান থেকে আটক করে। আটক রাখালের ঘারে রাবার বুলেটের আঘাতের চিহ্ন রয়েছে।

রোববার (১৪ জুলাই) রাতে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।  

(নিউজ টোয়েন্টিফোর/জুঁই/তৌহিদ)