রাঙামাটিতে ম্যালেরিয়ার ও ডেঙ্গু প্রতিরোধে সভা

রাঙামাটিতে ম্যালেরিয়ার ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা করেছে জেলা প্রশাসন। রোববার সকাল সাড়ে ১০টায় রাঙামাটি পাবলিক কলেজে আয়োজিত এক সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ মামুন।

এসময় রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবির, রাঙামাটি সাবেক পৌর মেয়র কাজী নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভায় রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ মামুন বলেন, সারাদেশে ডেঙ্গু মারাত্মকভাবে ছড়িয়ে পরেছে। এ অঞ্চলেও নিরাপদ নয়। তাই ডেঙ্গু সর্ম্পকে সবাইকে এখনই সচেতন হতে হবে। ডেঙ্গুর জাত থেকে রক্ষা পেতে নিজের ঘরের আঙ্গিনা নিজ দায়িত্বে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এছাড়া করো যদি ডেঙ্গু আক্রান্ত হওয়ার শঙ্কা থাকে তাহলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তিনি ডেঙ্গু ও ম্যালেরিয়া থেকে মুক্তি পেতে জনসচেতনতা বৃদ্ধির আহবান জানান।

পরে রাঙামাটি জলা প্রশাসক একে এম মামুনুর রশিদ মামুন নিজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূল লিফলেট সবার কাছে বিতরণ করেন।

(নিউজ টোয়েন্টিফোর/মুমু/তৌহিদ)