নিউইয়র্কে তিন দিনব্যাপী ‘বঙ্গবন্ধু বইমেলা’

মুজিব বর্ষ উপলক্ষে নিউইয়র্কে তিন দিন ব্যপী ‘বঙ্গবন্ধু বইমেলা’র আয়োজন করা হচ্ছে। ২০-২২ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসে পিএস ৬৯ এর মিলনায়তনে এ মেলা বসার কথা রয়েছে।

প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত এই মেলায় বঙ্গবন্ধু তথা বাংলাদেশ বিষয়ক বই-পত্রের প্রদর্শনী, বিক্রি ছাড়াও থাকবে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ও গানের অনুষ্ঠান। আর এটি হচ্ছে- আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশত বার্ষিকীর ওয়ার্মআপ অনুষ্ঠান।

কারণ, আসছে ১৭ মার্চ জাতির জনকের জন্মদিন থেকেই শুরু হবে বছরব্যাপী নানা কর্মসূচি। এসব তথ্য জানাতে ৬ অগাস্ট মঙ্গলবার যুক্তরাষ্ট্রস্থ ‘মুজিব বর্ষ উদযাপন পরিষদ’র সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জ্যাকসন হাইটসে তিতাস পার্টি হলে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য উপস্থাপনকালে সদস্য-সচিব নূরল আমিন বাবু জানান, ‘নিউইয়র্কে বঙ্গবন্ধু পাঠাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এজন্যে তহবিল সংগ্রহ করা হবে মুক্তিযুদ্ধের চেতনায়

উজ্জীবিত প্রবাসীদের কাছে থেকে’। এছাড়া প্রবাস প্রজন্মে বাঙালি জাতিরজনক বঙ্গবন্ধুর জীবন-ইতিহাস যথাযথভাবে প্রচারের উদ্যোগও থাকবে বছরব্যাপী কর্মসূচিতে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)