অসদাচরণের হাইকোর্টের তিন বিচারপতিকে অব্যাহতি

হাইকোর্টের তিন বিচারপতির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ উঠায় তাদেরকে বিচার কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযুক্ত তিন বিচারপতি হলেন বিচারপতি কাজী রেজাউল হক, বিচারপতি এ কে এম জহুরুল হক এবং বিচারপতি সালমা মাসুদ চৌধুরী।

সুপ্রিম কোর্ট প্রশাসনের একজন উর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, 'তাদের (তিন বিচারপতি) বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু হয়েছে।  

ই কর্মকর্তা বলেন, 'এখন এই তিন বিচারপতির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগের তদন্ত হচ্ছে। এই তদন্তের জন্যই তাদেরকে বিচার কাজ থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে। '

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এটি রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির বিষয়। ফলে এখন এ নিয়ে কোন মন্তব্য করতে চান না তিনি।  

সূত্র : বিবিসি বাংলা

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)