‘চুনোপুঁটি বা রাঘব বোয়াল বলে কিছু নেই’

‘গড ফাদার-গ্র্যান্ড ফাদার বা রাঘব বোয়াল বলে আমাদের কাছে কিছু নেই, আমরা অপরাধী চিনি। অপরাধী যেই হোক তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। ’ এমন কথা বলেছেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

যারাই অপরাধী তাদেরই আইনের আওতায় আনা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপকর্মের ধরণটির পেছনে লাঘব বোয়াল আছে বলে সন্দেহ প্রকাশ করছেন, আমরা বলছি যেই অপকর্ম করছে তাকেই আইনের আওতায় নিয়ে আসছি। এখানে চুনোপুঁটি বা রাঘব বোয়াল বলে আমাদের কাছে কিছু নাই।  

‘রাঘব বোয়ালও যদি অপরাধ করে থাকে আমরা তাকেও ধরছি। আমাদের সংসদ সদস্যরাও বাদ যাচ্ছে না, নির্বাচিত সংসদ সদস্যরাও সেই আইনের আওতায় চলে আসছেন। কাজেই রাঘব বোয়াল বলে আমাদের কাছে কিছু নেই। ’

ক্যাসিনোসহ বিভিন্ন অভিযানে জড়িত অপরাধীরা যেন দেশের বাইরে চলে যেতে পারেন, এ জন্য কোনো সতর্কতা জারি করা হয়েছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রেড অ্যালার্ট জারি করার মতো পরিবেশ সৃষ্টি হয়নি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)