মা-মেয়েদের চুলের বাহার

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের মরিসের বাসিন্দা টেরিলিন রাসেল। কেশবতী টেরিলিন রাসেল বলাটাই বোধহয় বেশি ভালো। ছয় ফুট দীর্ঘ লম্বা তার চুল। তার মেয়েরাও তার অনুসরণ করছে। লম্বা চুলের জন্য প্রতি বছরই নানা খেতাব জিতেন রাসেল।

এই লম্বা চুল শুকাতে প্রতিদিন রাসেলকে এক ঘণ্টা ব্যয় করতে হয়। ছোট থেকেই মেয়েদের শিখিয়েছেন কীভাবে চুল পরিচর্যা করতে হয়।

রাসেল ও তার মেয়েরা চুল অনুদানও করেন। কিন্তু কখনই ২০ ইঞ্চির বেশি কাটেন না।

রাসেল বলেন, 'যতটুকু মনে পড়ে আমার চুল সবচেয়ে বেশি ছোট ছিল চার বছর বয়সে কিন্ডারগার্ডেনে পড়ার সময়। তখন এটি ছিল কোমর পর্যন্ত। আমার কাছে ছোট চুলের মানে হলো এটি কোমর পর্যন্ত থাকতে হবে। '

সূত্র : ডেইলি মেইল