কুমিল্লায় বিএনপির চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর

কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস, দোকান ও মোটরসাইকেল ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার ডুবাইর বাজারে বিএনপি দলীয় ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।  

তিনি বলেন, শনিবার সন্ধ্যায় তার প্রতিপক্ষ আওয়ামী লীগ দলীয় প্রার্থী আবুল কালামের লোকজন ৩০/৪০টি মোটরসাইকেলযোগে এসে তার ডুবাইর বাজারের প্রধান নির্বাচনী অফিসে হামলা চালায়। তারা নির্বাচনী অফিসসহ পার্শ্ববর্তী কয়েকটি দোকানঘর ও নির্বাচনী কাজে ব্যবহৃত কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে।  

এ সময় অফিসে অবস্থান করা অন্তত ছয়জন কর্মী আহত হয়। তিনি আসছে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনটি সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।  

এ বিষয়ে বক্তব্য নেওয়ার চেষ্টা করে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আবুল কালামকে পাওয়া যায়নি।