যুবককে হাত বেঁধে ময়লা খাওয়ানোর ঘটনায় গ্রেপ্তার ৩

যুবককে পিঠমোড়া দিয়ে হাত বেঁধে নির্মমভাবে নির্যাতন করে জোড়পূর্বক ময়লা পানি খাওয়ানোর ঘটনায় মামলা হয়েছে।  

বরিশালের হিজলার টুমচর গ্রামের এ ঘটনায় গত মঙ্গলবার নির্যাতিতের বাবা মহিউদ্দিন ব্যাপারী মামলাটি দায়ের করেন। পরে মামলায় প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ আজ বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত সোমবার রাতে সামাজিক যোগযোগ মাধ্যমে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়। যাতে দেখা যায়, একজন যুবকের হাত পিঠমোড়া দিয়ে বাঁধা অবস্থায় কয়েকজন ব্যক্তি তার উপর নির্যাতন চালাচ্ছে। এর এক পর্যায়ে ওই যুবকের বুকে এক ব্যক্তি পা দিয়ে চেপে ধরে বদনায় থাকা (শৌচ কাজে ব্যবহৃত) ময়লা তরল পদার্থ খাওয়াচ্ছে তারা। এ সময় ওই যুবক নিজেকে রক্ষার জন্য ধস্তাধস্তি করলেও হাত বাঁধা থাকায় শেষ রক্ষা হয়নি তার।

নির্যাতিত যুবক আজম ব্যাপারী হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের টুমচর গ্রামের মহিউদ্দিন ব্যাপারী ছেলে।  

গত ৩০ সেপ্টেম্বর সংঘটিত এই ঘটনার ওই ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হওয়ার পর তৎপরতা শুরু করে পুলিশ।

এ ঘটনার ৮দিন পর নির্যাতিতের বাবা মহিউদ্দিন ব্যাপারী বাদী হয়ে গত মঙ্গলবার ১০জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২-৩জনকে আসামি করে হিজলা থানায় একটি মামলা দায়ের করেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)