গ্রামীণ থেকে পাওনা আদায়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা

দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীন ফোনের কাছে বিটিআরসির পাওনা ১২ হাজার ৫৮০ কোটি টাকা আদায়ের নোটিশের উপর দুই মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। আগামি ৫ নভেম্বর এই বিষয়ে আপিল শুনানির জন্য পরবর্তী দিন ধার্য রয়েছে।

বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে গ্রামীন ফোনের করা আপিল শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি এ কে এম আবদুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। গত ২ এপ্রিল গ্রামীন ফোনের কাছ থেকে প্রায় ২৭ টি খাতে ১১২ হাজার ৫৮০ কোটি পাওনা টাকা পরিশোধ করতে চিঠি দেয় বিচিটআরসি। বিটিআরসির চিঠির কার‌্যকারীতান উপর নিষেধাজ্ঞা চেয়ে গ্রামীন ফোন বিচারিক আদালতে মামলা করে। গত ২৮ আগস্ট আদালত গ্রামীনফোনের আবেদন না মঞ্জুর করলে পরে হাইকোর্টে আবেদন করে মোবাইল কোম্পানিটি। গত ২ এপ্রিল একটি দাবিনামায়, জিপির কাছে বিটিআরসির পাওনা ৮ হাজার ৪৯৪ কোটি ও এনবিআরের পাওনা ৪ হাজার ৮৫ কোটি টাকা পাওনা জানিয়ে, সেই পরিমাণ অর্থ পরবর্তী ১০ দিনের মধ্যে পরিশোধ করতে বলা হলেও, কোন টাকাই পরিশোধ করেনি তারা।