আফগানিস্তানে বোমা হামলা: নিহত ৬২, আহত শতাধিক

আফগানিস্তানের নানগারহার প্রদেশের একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৬২ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। আজ জুমার নামাজের সময় প্রদেশের হাসকা মিনা জেলায় এই ঘটনা ঘটে। প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি বলেছেন, মসজিদে একাধিক বিস্ফোরণ ঘটেছে। আগে থেকেই মসজিদে কে বা কারা কয়েকটি বোমা পেতে রেখেছিল। বিস্ফোরণে মসজিদের ছাদ পুরোপুরি ধসে পড়েছে। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে ওই প্রদেশে জঙ্গিগোষ্ঠী তালেবান ও আইএস (দায়েশ) সক্রিয় রয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘ আফগানিস্তানে সহিংসতা সম্পর্কে নতুন এক প্রতিবেদনে জানিয়েছে, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে নজিরবিহীন বেসামরিক লোক নিহত অথবা আহত হয়েছেন। দেশটিতে অস্থিতিশীলতার জন্য আইএস এবং তালেবানের মতো সরকারবিরোধী জঙ্গি গোষ্ঠীগুলোই বেশি দায়ী বলে জাতিসংঘ জানিয়েছে।