সাকিব ভুল করেছেন কোনও অপরাধ করেননি: মাহমুদুল্লাহ

টি-টোয়েন্টি ও টেস্ট খেলতে ভারতের উদ্দেশ্য ঢাকা ছেড়েছেন টাইগাররা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘সাকিবের জন্য আমরা সবাই ব্যথিত। আমরা সবাই জানি সে কতটুকু গুরুত্বপূর্ণ দলের জন্য, আমাদের দেশের জন্য। হয়তো তিনি একটা ভুল করেছেন কিন্তু কোনও অপরাধ করেননি। আমাদের সবার সমর্থন তার সাঙ্গেই আছে। আমরা সবাই তাকে যেভাবে ভালোবাসতাম সেভাবে আগের মতোই ভালোবাসব। ’

ভারত সফর নিয়ে আশাবাদী তার দল এমনটাই জানিয়েছেন এই সিনিয়র টাইগার ক্রিকেটার।

তিনি বলেন, ‘ভারত সফর কঠিন হবে, তাদের পরিসংখ্যান সেটাই বলে তবে অসম্ভব না। দল হিসেবে আমাদের ভালো করতে হবে। নিশ্চিত করতে হবে ছোট ছোট সুযোগগুলো যেন আমরা কাজে লাগাতে পারি। তাতে ম্যাচ জেতা সম্ভব। ’

আগামী ৩, ৭ ও ১১ নভেম্বর ছোট ফরম্যাটে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। যথাক্রমে দিল্লি, নাগপুর ও রাজকোটে আয়োজন করা হবে ম্যাচগুলো।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল