স্টার জুট মিলে আগুন, কোটি টাকার ক্ষতি

খুলনার দিঘলিয়ায় রাষ্ট্রায়ত্ত স্টার জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত আটটার দিকে মিলের উইন্ডিং শাখা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা পাটের ওয়েস্টেজ (বাতিল পাট ও পাটপণ্য) রাখার জায়গায় ছড়িয়ে পড়ে। আগুনে পাটকলের যন্ত্রাংশ ও পাটপণ্য মিলে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

স্টার জুট মিলের সিবিএ প্রচার সম্পাদক শাহীন গাজী জানান, মিলের উইন্ডিং শাখায় যেখানে সুতা তৈরি হয় সেখানে আগুনের সূত্রপাত হয়।

শুরুতে মিলের শ্রমিকরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস খুলনার সহকারি পরিচালক দুলাল মিয়া জানায়, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে খালিশপুর ফায়ার সার্ভিসের একটি, দৌলতপুরের একটি, নদী ফায়ার স্টেশনের তিনটি ও বয়রা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ করে।

এদিকে তাৎক্ষনিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা।

পাটকলের শ্রমিকরা জানায়, উইন্ডিং শাখায় যেখান থেকে আগুন ছড়িয়েছে সেখানে বৈদ্যুতিক সর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা নেই।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)