১২ রানেই নেই দুই উইকেট

স্বাগতিক ভারতের বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পরে বাংলাদেশ। ১২ রাত করতেই নেই দুই উদ্বোধনী ব্যাটসম্যান। সাদমাল ইসলাম ও ইমরুল কায়েস দুজনেই ছয় ছয় রান করে আউট হন।  

উমেশ যাদবের বলে যেভাবে খেলছিলেন ইমরুল কায়েস, আউট মনে হচ্ছিল যেন সময়ের ব্যাপার। হলোও সেটিই। স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন ইমরুল। ওয়াইড অব দা ক্রিজ বল করে একটু অ্যাঙ্গেল তৈরি করেছিলেন উমেশ।

লেংথ থেকে বল লাফিয়েছে একটু। ইমরুল ডিফেন্স করেছিলেন শক্ত হাতে। ব্যাটের কানা ছুঁয়ে বল গেছে তৃতীয় স্লিপে।

১৮ বলে ৬ রান করে ফিরলেন ইমরুল। ৬ ওভার শেষে বাংলাদেশ ১ উইকেটে ১২।

এর আগে ২৪ বলে ৬ রান করে ধরা দেন সাদমান ইসলাম।

ইন্দোরে দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। টি-টোয়েন্টি সিরিজে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে ৩ ম্যাচ সিরিজ জিতে যায় ভারত। তবে শক্তিশালী টিম ইন্ডিয়ার বিপক্ষে টাইগারদের প্রতিদ্বন্দ্বিতা ছিল চোখে পড়ার মতো। টেস্ট সিরিজেও সেটা দেখাতে চান মুমিনুলরা।

এ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করছে বাংলাদেশ। সেই সঙ্গে নতুন অধ্যায় শুরু করছেন মুমিনুল। ক্যারিয়ারে প্রথম এবং ১১তম অধিনায়ক হিসেবে পথচলা শুরু করলেন তিনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)