কসবার ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১৮

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ রেলওয়ে স্টেশনে ট্রেন দুর্ঘটনায় ধলাই মিয়া নামে আরো একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ জনে।

রোববার রাতে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ জনে।  

এর আগে শনিবার বিকেলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তারা হরিজন (৪৫) নামে আহত একজনের মৃত্যু হয়। তারা হরিজনের বাড়ি নোয়াখালীর সুধারাম উপজেলায়।

উল্লেখ্য, মঙ্গলবার (১২ নভেম্বর) ভোররাত পৌনে তিনটার দিকে মন্দবাগ রেলওয়ে স্টেশনে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এ ঘটনায় ১৬ জন নিহত এবং শতাধিক আহত হন।

ঘটনাস্থল পরিদর্শন করে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাস সুজন দুর্ঘটনার জন্য তূর্ণা নিশীথার লোকোমোটিভ মাস্টারকে দায়ী করেন। তূর্ণার লোকোমোটিভ মাস্টার ও সহকারী মাস্টারকে বরখাস্ত করেন মন্ত্রী।

‘‌‌অটো ব্রেকে ইট দিয়ে ঘুমিয়ে ছিলেন তূর্ণার চালক ও সহকারী’। রেলওয়ের পূর্বাঞ্চলের দায়িত্বশীল একজন কর্মকর্তা এ কথা জানান।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)