নানগড়ে আইএসের পরাজয় ঘোষণা আশরাফ ঘানির

আফগানিস্তানের পূর্বাঞ্চলের প্রদেশ নানগড়ে (নিংরাহার বলেও পরিচিত) জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পরাজয় হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ ঘানি। গত পরশু জালালাবাদ সফরে গিয়ে তিনি এ কথা জানান। তিনি সীমান্ত বাহিনীকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন।

এদিকে আফগানিস্তানের কর্মকর্তারা জানান, কয়েক হাজার ইসলামিক স্টেটের যোদ্ধা সরকারী বাহিনীর পৃথক অভিযানের পরে আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার নানগড়ের গভর্নর শাহ মাহমুদ মিয়াখেল বলেন, গত দু'সপ্তাহে, ২৪৩ আইএস যোদ্ধা এবং তাদের পরিবারের প্রায় ৪০০ সদস্য আত্মসমর্পণ করেছে। মার্কিন ও জোট বাহিনী সমর্থিত সরকারী হামলা চালানোর পরে মোট ২ হাজার যোদ্ধা এবং তাদের পরিবার আত্মসমর্পণ করবে বলে আশা করা হচ্ছে।

মিয়াখেল বলেন, মার্কিন সেনা সদস্যদের সহায়তায় তাদের বাহিনী আইএস যোদ্ধাদের খাদ্য সরবরাহের লাইন কেটে তাদের অনাহারে রেখেছিল। ফলে তাদের মেরুদণ্ড ভেঙে যায়।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল