ক্রয়ক্ষমতা বেড়েছে

'নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে মানুষের কোনও অসন্তোষ নেই'

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে মানুষের কোনও অসন্তোষ নেই।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেছেন, চাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি নিয়ে মানুষের কোনও অসন্তোষ নেই।  

আজ বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। দাম বৃদ্ধি নিয়ে কোনও অসন্তোষ নেই মানুষের মধ্যে।

পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়ার বিষয়টি নিয়ে তিনি বলেন, দেখুন এটা কথার কথা। যদি গ্যারান্টি থাকতো যে আমি পদত্যাগ করলেই পেঁয়াজের দাম কমে যাবে, সেটা তো কথার কথা। সেটা তো আর পদত্যাগ করার বিষয় নয়।  

আর মন্ত্রী হিসেবে হয়তো কথা প্রসঙ্গে তিনি বলেছেন, যেহেতু পেঁয়াজের দাম বাড়তি। সেজন্য বলছেন যে পদত্যাগ করলেই যদি সমাধান হয়ে যেতো তাহলে তো আমি এক সেকেন্ডেই পদত্যাগ করতাম।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল