হায়দ্রাবাদের গণধর্ষণের ঘটনায় চার অভিযুক্তকে এনকাউন্টার

ভারতে হায়দ্রাবাদে এক তরুণীকে (২৬) গণধর্ষণের পর পুড়িয়ে হত্যার ঘটনায় চার অভিযুক্তকে এনকাউন্টার করেছে পুলিশ। শুক্রবার ভোরে তাদের গুলি করে হত্যা করা হয়। প্রায় এক সপ্তাহ আগে ভারতের তেলেঙ্গানায় ওই তরুণী চিকিৎসককে গণধর্ষণের পর পুড়িয়ে হত্যা করা হয়। এর প্রতিবাদে পুরো ভারতে বিক্ষোভ শুরু হয়। নিস্তব্ধ হয়ে গিয়েছিল পুরো দেশ।

হায়দ্রাবাদের পুলিশ কমিনশনার জানিয়েছেন, তদন্তের জন্য অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে গিয়েছিল হায়দ্রাবাদ পুলিশ। সেখান থেকে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। তারপরই পুলিশ তাদের এনকাউন্টার করে। পুলিশের গুলিতে তাদের মৃত্যু হয় ঘটনাস্থলেই।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ