রাজশাহীতে বৈজ্ঞানিক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

রাজশাহীতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের অবসরপ্রাপ্ত এক বৈজ্ঞানিক কর্মকর্তার রহস্যজনকভাবে মৃত্যু ঘটেছে। সেই বৈজ্ঞানিক কর্মকর্তার নাম আবদুল হাই (৬৫)।

রাজশাহী মহানগরীর উপকণ্ঠ শ্যামপুর মৌলভিপাড়া এলাকায় তিনি থাকতেন। শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকেই আবদুল হাইয়ের মরদেহ উদ্ধার করেছে রাজশাহী পুলিশ। মরদেহের মাথায় জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে।

নগরীর কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, আবদুল হাই দুটি বিয়ে করেছিলেন। দুইজন স্ত্রীই বাড়িতে তার সাথে ছিলেন। দুপুরে বাড়িতে আবদুল হাইয়ের মৃত্যু ঘটে কোনো এক অজানা কারণে। সন্ধ্যায় দাফনের প্রস্তুতি চলাকালীন মুহূর্তে তখন প্রথম স্ত্রীর স্বজনরা মরদেহ দাফনে বাধা দিয়ে পুলিশে বিষয়টা জানান।

ওসি বলেন, মাথায় আঘাত থাকায় অভিযোগ উঠেছে যে আবদুল হাইয়ের স্বাভাবিক মৃত্যু হয়নি। তবে দ্বিতীয় স্ত্রীর দাবি, পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন আবদুল হাই। এ বিষয়টি বর্তমানে তদন্ত করা হচ্ছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ