ভারতকে উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

সিমরন হিতমার ও শাই হোপের ব্যাটিং তাণ্ডবে ভারতকে ৮ ইউকেটে হারালো ওয়েস্ট ইন্ডিজ। তাও আবার ১৩ বাকি থাকতেই লক্ষে পৌঁছে যায় তারা।

রোববার ভারতের চেন্নাইয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় টস হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৮৭ রানে গুটিয়ে যায় স্বাগতিক ভারত।

দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন রিশব প্যান্ট। এছাড়া ৭০ রান করেন স্রেয়াশ আয়ার। ৪০ রান করেন কেদার যাদব।

ভারতের করা ২৮৭ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ১১ রানে ওপেনার সুনিল অ্যামব্রিসের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

সেই অবস্থা থেকে দলকে খেলায় ফেরান শাই হোপ ও সিমরন হিতমার। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ২১৮ রানের রেকর্ড জুটি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে নবম ডাবল সেঞ্চুরি করেন হিতমার ও শাই হোপ। এর আগে ২০১৫ সালে ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ ৩৭২ রানের জুটি রেকর্ড গড়েছিলেন।

রোববার চেন্নােইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে ১০৬ বল খেলে ১১টি চার ও দৃষ্টি নন্দন ৭টি ছক্কায় ১৩৯ করে সাজঘরে ফেরেন হিতমার। আর ১৪৯তম বলে সেঞ্চুরি পূর্ণ করেন শাই হোপ।

নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)