ইমরান খানের সৌদি সফর

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান একদিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরব গিয়েছিলেন। শনিবার সৌদি পৌঁছানোর পরে মদিনাতে রাসূলের (সা.) রওজা জিয়ারত করেছেন তিনি। আল আরাবিয়ার খবরে বলা হয়ছে, এই সফরে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন ইমরান খান। বৈঠকে তারা পাক-সৌদি নেতৃত্বাধীন যৌথ সহযোগিতা ও পরিকল্পনা বিষয়ক কথাবার্তা বলেছেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি জানান, তারা মুসলিম দেশগুলোর মধ্যে চলমান বিভিন্ন ইস্যু সমাধান করার গুরুত্ব নিয়ে বৈঠকে আলোচনা করেছেন। মালয়েশিয়ার ওআইসি সম্মেলন হবে। এ নিয়েও তাদের মধ্যে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ