ওমরাহ যাত্রীর কাছে ১১ হাজার ইয়াবা!

প্রথম চেকিং পার হয়ে স্ক্যানিং মেশিনে গিয়ে ১০ হাজার ৮০০ পিস ইয়াবা সহ ধরা পড়েন ইউনুস নামে এক যাত্রী। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। ইউনুস ওমরাহ পালনের জন্য সৌদি যাচ্ছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানা যায়।

তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় এয়ার এরাবিয়া জি-৫২৭ ফ্লাইট যোগে সারজাহ হয়ে জেদ্দা যাচ্ছিলেন তিনি। বিমানবন্দরে প্রথম চেকিং পার হয়ে স্ক্যানিং মেশিনে ওই যাত্রীর ট্রলি ব্যাগে ইয়াবা ধরা পড়ে। পরে ব্যাগ থেকে ১০ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে আটক মো. ইউনুসের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করে পতেঙ্গা থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সরওয়ার-ই-জামান বলেন, জিজ্ঞাসাবাদে ওমরাহ পালনের জন্য যাচ্ছিলেন বলে জানিয়েছেন ওই যাত্রী।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)