বরগুনায় বৃষ্টির কারণে বেড়েছে শীতের তীব্রতা

বরগুনা সদরসহ জেলার সর্বত্র বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বৃষ্টির কারণে বহু গুণে বেড়ে গেছে শীতের তীব্রতা। বৃষ্টি আর শীতের কারণে জনজীবন পড়েছে বিপত্তির মুখে। ফুটপাত ও বস্তিতে বসবাসকারী এবং বেড়ীবাধেঁর বাইরে অবস্থানকারীরা সর্বোচ্চ ভোগান্তিতে পড়েছেন।  

বৃহস্পতিবার রাতে শুরু হওয়া এ বৃষ্টি আজ শুক্রবার সকালেও চলছে। বৃষ্টির কারণে ধানসহ শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কাও করছেন সেখানকার অনেক কৃষক।  

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ