‘জেনে-শুনে বিষপান করছে বিএনপি’

ঢাকার দুই সিটি নির্বাচনে বিএনপির অংশগ্রহণকে জেনে-শুনে বিষপানের সঙ্গে তুলনা করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেছেন, নির্বাচন কমিশনের প্রতি শুধু আমাদের না, সারাদেশের মানুষের আস্থা নেই। তারপরও আমরা জেনে-শুনে বিষপান করছি।

শুক্রবার দুপুরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে জনগণের মধ্যে কোনো আগ্রহ নেই। কারণ জনগণতো নির্বাচনে ভোট দিতে পারে না। নির্বাচন কমিশনের প্রতি শুধু আমাদের না, সারাদেশের মানুষের আস্থা নেই।

নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নির্বাচনে গেলেও আমাদের নিয়ে সমালোচনা হয়, না গেলেও সমালোচনা হয়। সে কারণে সবাই প্রত্যক্ষ করেন এ নির্বাচন কমিশন কী করে। একটা সময় আসবে সবাই যখন মুখ ফিরিয়ে নেবে। তখন আমরা নির্বাচন কমিশন থেকে মুখ ফিরিয়ে নেব।

ইভিএম এ সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই উল্লেখ করে তিনি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) অনেক আগে আবিষ্কার হয়েছে। বিশ্ব থেকে পার্শ্ববর্তী দেশে ইভিএম পদ্ধতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। পৃথিবীর সব জায়গা থেকে হাকডাক উঠছে ইভিএমে সহজে কারচুপি সম্ভব। তারা ইভিএম পরিত্যাগ করছে। আর আমরা এটি ব্যবহার করছি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)