ঢাকা-১০ আসনের অভিজ্ঞতা কাজে লাগাবেন তাপস

নির্বাচনে জয়ী হলে সেবক হিসেবে নগরবাসীর পাশে থাকব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়ে এ প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেনের হাতে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।

তিনি বলেন, তিন মেয়াদে ঢাকা-১০ আসনের জনগণ আমায় আলিঙ্গন করে রেখেছেন। আমার আসনটি দক্ষিণ সিটি এলাকার অংশ। আমি ঢাকা-১০ আসনে সব অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই দক্ষিণ সিটিতে।

‘‌‌আজ নানা দুর্ভোগে নগরবাসী, বিভিন্ন নাগরিক সেবা থেকে তারা বঞ্চিত। আমাকে একবার পরীক্ষা করে দেখুন, সুযোগ দিয়ে দেখুন নগরবাসীর দুর্ভোগ দূর করব। ’

‘নগরবাসী আমায় সু্যোগ দিলে আমি তাদের সেবক হয়ে কাজ করব। নানা সুবিধা থেকে বঞ্চিত নগরবাসীর সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। ’

‘এ ক্ষেত্রে সুশীল সমাজ, নগরবাসীর কাছে আহ্বান জানাব আমাকে একবার পরীক্ষা করে দেখুন, সেবক হিসেবে পাবেন। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)