যে তিন জায়গায় নির্মাণ হতে পারে বাবরি মসজিদ

২৭ বছর আগে ভাঙা বাবরি মসজিদ ও তার লাগোয়া ১৫ কিলোমিটার ব্যাসার্ধের এলাকা সুপ্রিম কোর্ট হিন্দুদের দিতে বলেছেন। আর মুসলমানদের জন্য বিকল্প জমি দিতে বলা হয়েছে।

এ সূত্রে তিন এলাকার পাঁচটি জায়গা নির্বাচন করেছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকার। এলাকাগুলো হলো- মির্জাপুর, শামসুদ্দিনপুর ও চাঁদপুর। এ তিন এলাকায় প্রত্যেকটি জায়গায় ৫ একর করে জমি রয়েছে।

মঙ্গলবার উত্তর প্রদেশ সরকারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কলকাতার প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

৮ নভেম্বর কয়েক দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাবরি মসজিদ-রাম জন্মভূমি নিয়ে করা ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় ঘোষণা করে ভারতের সুপ্রিমকোর্ট।

আর নতুন একটি মসজিদ নির্মাণে মুসলমান সম্প্রদায়কে শহরেই আলাদা একখণ্ড পাঁচ একরের জমি বরাদ্দ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী যোগী সরকার মসজিদের জন্য জমি নির্বাচন করে।

যোগী সরকারের বরাত দিয়ে বলা হয়, যে জায়গাগুলো নির্বাচন করা হয়েছে, সেগুলো সুন্নি ওয়াকফ বোর্ডকে দেখানো হবে।

এর আগে চলতি মাসের শুরুতে অযোধ্যায় বাবরি মসজিদ মামলার ‘বিতর্কিত’ রায়ে অসন্তুষ্টির কথা জানিয়ে রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশনের আবেদন করেছে জমিয়তে উলামায়ে হিন্দ।

পরে ১২ ডিসেম্বর বাবরি মসজিদের রায়ের বিরুদ্ধে দায়ের করা ১৮টি রিভিউ পিটিশন খারিজ করে সুপ্রিম কোর্ট।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)