চতুর্থ বসুন্ধরা ওপেন গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ‘চতুর্থ বসুন্ধরা ওপেন গলফ টুর্নামেন্ট-২০১৯’র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (০১ জানুয়ারি) বিকেলে সাভার গলফ ক্লাব মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, সাভার সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান (এনডিসি, পিএসসি) ও বাংলাদেশ প্রফেশনাল গলফারস এ্যাসোসিয়েশনের (বিপিজিএ) সভাপতি লে. কর্ণেল (অব.) খন্দকার আব্দুল ওয়াহেদ।

টুর্নামেন্টে পেশাদার ৮৩ জন, ১৬ জন অ্যামেচার ও বাংলাদেশ সেনাবাহিনীর ৩ জন নারী গলফারসহ মোট ১০২ জন গলফার অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে নির্ধারিত পারের চেয়ে ৯ শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন সাভার গলফ ক্লাবের মো. মুয়াজ মজনু।

এছাড়া পারের চেয়ে ৪ শট কম খেলে বিদেশি (কোরিয়ান) খেলোয়াড় চ মিং গু, কুর্মিটোলা গলফ ক্লাবের আকবর হোসেন ও রাজু যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন। অ্যামেচার গলফারদের মধ্যে বিজয়ী হয়েছেন সাভার গলফ ক্লাবের মো. শাহজামাল ও নারী অ্যামেচার গলফারদের মধ্যে বিজয়ী হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী গলফ টিমের নাসিমা আক্তার।

সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন মজনুকে ১ লাখ ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) সাধারণ সম্পাদক মেজর (অব.) গোলাম মোরশেদ, সাভার গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর (অব.) এ এন এম আব্দুল আহাদসহ প্রমুখ।

এ টুর্নামেন্টের বাজেট ১৪ লাখ টাকা, যার মধ্যে ১২ লাখ টাকা প্রাইজমানি হিসেবে বিজয়ীদের দেওয়া হয়েছে।

এদিকে আগামীকাল (২ জানুয়ারি) থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্ট-২০২০ এর পঞ্চম আসর বসবে সাভারের একই ভেন্যুতে। এখানে অংশগ্রহণ করবেন দেশের অ্যামেচার গলফাররা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)