‘২০২০-এ বাড়বে ঘূর্ণিঝড়, কমবে চলচ্চিত্রের জনপ্রিয়তা’

বেশ ক’বছর থেকেই বাংলা চলচ্চিত্রের অবস্থা তেমন ভালো নয়। কিন্তু আগের সব রেকর্ড ছাড়িয়েছে ২০১৯ সাল। বাংলা চলচ্চিত্রের সবচেয়ে মন্দার বছর ছিল ২০১৯। প্রায় অর্ধশত ছবি মুক্তি পেলেও এবছর লগ্নি তুলে আনতে পেরেছে মাত্র একটি ছবি! তবে এই পরিস্থিতি নিয়ে আশাহত হচ্ছেন না চলচ্চিত্রের মানুষেরা। ২০২০ সাল অতীতের ক্ষত পুষিয়ে নেবে, এমন স্বপ্নই দেখছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কিন্তু এ শিল্পের সঙ্গে জড়িতরা এ কথা বললেও জ্যোতিষবিদ ড. কে. সি. পাল বলছেন ভিন্ন কথা। তার মতে চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নেবে মানুষ।

চলচ্চিত্র অঙ্গন ও স্যোশাল মিডিয়া নিয়ে তিনি বলেন, ২০২০ সালে ছোট পর্দার আকর্ষণ বৃদ্ধি পাবে। চলচ্চিত্র থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে।

ব্যবসা-বাণিজ্য, কৃষি ও প্রাকৃতিক দুর্যোগ নিয়ে তিনি বলেন, বন্যা, ঘূর্ণিঝড় ও ফসলহানির ঘটনা বৃদ্ধি পাবে। অতীতের রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে। কৃষি ক্ষেত্রে ফলন হবে চোখে পরার মতো।

বিনিয়োগ, কর্মসংস্থান ও রিজার্ভের ব্যাপারে জ্যোতিষি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে আস্থা ফিরে পাওয়ায় শিল্প-কল কারখানা চাঙা হবে। এমনকি নিত্য নতুন শিল্প কারখানা গড়ে ওঠায় বহু কর্মসংস্থান সৃষ্টি হবে। জনশক্তি ও পোশাক রপ্তানি বৃদ্ধি পাবে। এজন্য রিজার্ভ মানিও বৃদ্ধি পাবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)