বছরের প্রথম দিনে বিশ্বের সর্বোচ্চ ৬৭ হাজার শিশুর জন্ম

ভারতে নতুন বছর, ২০২০ সালের প্রথম দিনে বিশ্বের সর্বোচ্চ ৬৭ হাজার ৩৮৫ জন শিশু জন্ম নিয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ শিশু জন্ম নেয় চীনে যা সংখ্যায় ৪৬ হাজার ২৯৯ জন। এ তালিকায় তৃতীয় নাইজেরিয়ায় ২৬ হাজার ৩৯ জন, চতুর্থ পাকিস্তানে ১৬ হাজার ৭৮৭ জন, পঞ্চম ইন্দোনেশিয়ায় ১৩ হাজার ২০ জন এবং ষষ্ট যুক্তরাষ্ট্রে ১০ হাজার ৪৫২ জন। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) বুধবার এসব তথ্য জানায়।

ইউনিসেফের তথ্যতে, বিশ্বে ২০২০ সালের প্রথম শিশুর জন্ম হয় ফিজিতে এবং পহেলা জানুয়ারির সর্বশেষ শিশুর জন্ম হয় যুক্তরাষ্ট্রে। কয়েকজন শিশু বিশেষজ্ঞের মাধ্যমে ইউনিসেফ জানিয়েছে, নতুন সন্তানের আগমনকে স্মরণীয় করতে অনেক অভিভাবক বছরের এই দিনটি বাচ্চা নেওয়ার সিজারের জন্য নির্ধারণ করেন।  

নিউজ টোয়েন্টিফোর/ডিএ