ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে সিলেটেও সংঘর্ষ

ফরিদপুরের পর এবার সিলেটেও ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা গেছে, ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সিলেট বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের বিবদমান রিভালবেল্ট ও স্বাধীন গ্রুপ।

এতে সাত নেতাকর্মী আহত হন। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টায় পৌরশহরের প্রথমনাথ দাস রোডে (কলেজ রোড) এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের রিভারবেল্ট ও স্বাধীন গ্রুপ পৃথক কর্মসূচির আয়োজন করে। উদযাপনের এক পর্যায়ে দুটি গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ইনার কলেজ রোডে প্রথমে ধাক্কা-ধাক্কি ও হাতাহাতি হয়।

পরে বাকবিতণ্ডার পর তা সংঘর্ষে রূপ নেয়। দুপক্ষই কলেজ রোড ও টিএন্ডটি রোডে দেশীয় অস্ত্রের মহড়া ও ইট-পাঠকেল নিক্ষেপ শুরু করে।

সংঘর্ষে ফখরুল ইসলাম, মুরাদ আহমদ, আশরাফুল হক, সালাহ উদ্দিনসহ আরও তিন ছাত্রলীগ নেতাকর্মী আহত হন। তাদের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

পরে বিয়ানীবাজার থানা-পুলিশ এবং সাবেক ও বর্তমান ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের নেতারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পৌরশহরে টহল দিচ্ছে পুলিশ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)