দিনাজপুরে গম ও ভুট্টা গবেষণা ইনিস্টিটিউটে কর্মশালা

‘ভূট্টা চাষ টেকসই করণে চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে আজ শনিবার দুপুরে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব সনৎ কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন কমলারঞ্জন দাস।

ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এছরাইল হোসেনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন- মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবদুল আওয়াল।

অতিরিক্ত সচিব সনৎ কুমার সাহা বলেন- রংপুর অঞ্চলে গম ও ভুট্টা আবাদ বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)