নাইজেরিয়ায় জঙ্গি হামলায় ২০ সেনা নিহত

নাইজেরিয়ায় হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের পশ্চিম আফ্রিকান শাখা (আইএসডাব্লিউএপি)। এই হামলায় ২০ সেনাসদস্য নিহত হন বলে জানা গেছে। প্রায় ১ হাজার বাসিন্দা এ ঘটনায় বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের মঙ্গুনো শহরে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।   বুধবার স্থানীয় বাসিন্দা এবং সেনাবাহিনীর মাধ্যমে এ তথ্য জানা গেছে।  

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় জঙ্গিরা প্রবেশ করে মঙ্গুনো শহরে। তারপরে তারা অতর্কিত হামলা চালায় সেনাদের ওপর। এ হামলার ঘটনায় শহরের প্রায় ৭৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলার বিষয়ে নাইজেরিয়ার সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য দিতে রাজি হয়নি। ইসলামিক স্টেটের পশ্চিম আফ্রিকান শাখা (আইএসডাব্লিউএপি) এক বিবৃতিতে ওই হামলার দায় স্বীকার করেছে।  

আইএসডাব্লিউএপি-এর পক্ষ থেকে জানানো হয়, সেনাবাহিনীর ৩টি বহরে হামলা করেছে আইএস। একইসাথে গাড়ি বোমা হামলা এবং অস্ত্র লুটের কথাও অকপটে স্বীকার করেছে জঙ্গি সংগঠনটি।  

সূত্র : রয়টার্স 

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ