মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি থেকে বঙ্গবন্ধু যে নির্দেশ দিতেন বাঙালি সে নির্দেশ মেনে চলতো। বাঙালি তার নির্দেশ অনুযায়ী তা অক্ষরে অক্ষরে মেনে প্রস্তুতি নিয়েছিলো।

শুক্রবার (১০ জানুয়ারি) প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতি শেখ মুজিবের আহ্বানে সাড়া দিয়েছিলো।

‘এ দেশের মানুষ যেন অন্ন পায়, বস্ত্র পায়, চিকিৎসা পায় এটাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। একটা কথা আমরা সবসময় চিন্তা করি, পাকিস্তানের জেলখানায় তাকে আটকে রাখা হয়।  

সেখানে গরমের সময় প্রচণ্ড গরম, সবসময় একটা রুমে তাকে বন্দি করে রাখা হতো। তিনি সেখানে কীভাবে ছিলেন, কীভাবে সময় কাটিয়েছেন’, বলেন প্রধানমন্ত্রী।  

তিনি বলেন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ আজ ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। আমাদের একটা অন্ধকার সময় ছিল। আজ আমরা সে অন্ধকার সময় কাটিয়ে আলোর পথে যাত্রা করেছি।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল