কিং ব্র্যান্ড সিমেন্টের ২৫ বছর পূর্তিতে রংপুরে মিলনমেলা

দেশের স্বনামধন্য বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের ২৫ বছর পূর্তিতে রংপুরে বসেছিল মিলনমেলা। বুধবার নগরীর বাইরে বেসরকারি বিনোদন কেন্দ্র ভিন্নজগতে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এসময় সদ্য সমাপ্ত কিং ফাইটার প্রোগ্রামের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী নকুল কুমার বিশ্বাস।

বিকেলে এক বছর পূর্তি অনুষ্ঠানটি কেক কেটে উদ্বোধন করেন রংপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোহা. আব্দুল আলীম মাহমুদ। এসময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার আবু সুফিয়ান, বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংশুক হোসেন, ডিজিএম সেলস আব্দুল লতিফসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দকে কিং ব্র্যান্ড সিমেন্টের পক্ষ থেকে সম্মাননা স্মারক দেয়া হয়। পরে পরিবেশক ও রিটেইলারদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। এতে ১২টি মোটরসাইকেলসহ ৬৫৫টি আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।

আয়োজনে রংপুর বিভাগের ব্যাবসায়ীরা তাদের পরিবারবর্গ নিয়ে আনন্দে মেতে উঠেন। এতে রংপুর বিভাগের বিভিন্ন জেলার ব্যাবসায়ী ও তাদের পরিবারের লোকজন আয়োজনে উপস্থিত ছিলেন। এ সময় সঙ্গীত শিল্পি নকুল কুমারসহ স্থানীয় শিল্পিবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)