ইরান বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স ইউক্রেনে পাঠাচ্ছে

সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। এই বিমানের ব্ল্যাক বক্সগুলো ইউক্রেনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। ইরানের তাসনিম বার্তা সংস্থার মাধ্যমে এ তথ্য জানা গেছে।  

ইরানের বেসামরিক বিমান সংস্থার প্রধান হাসান রেজাইফার বলেন, ইউক্রেনের কর্তৃপক্ষের অনুরোধের কারণে বিধ্বস্ত হওয়া বিমানটির ব্ল্যাক বক্সগুলোর বিশ্লেষণ ইরানে করা হবে না। তাই সেগুলো বিশ্লেষণ ও খোলার জন্য ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে। সেই প্রচেষ্টাও ব্যর্থ হলে তখন ব্ল্যাক বক্সগুলো ফ্রান্সে পাঠানো হবে।

তিনি বলেন, ব্ল্যাক বক্স ও ভয়েস রেকর্ডারের তথ্য পরীক্ষার জন্য ফ্রান্স, কানাডা ও যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন বিশেষজ্ঞদের আসার বিষয়েও প্রস্তুতি নিয়ে রেখেছে কর্তৃপক্ষ।   প্রসঙ্গত. তেহরান থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে ১৭৬ আরোহীসহ ইউক্রেনের একটি বিমান বিধ্বস্ত হয়। প্রথমে সেটা অস্বীকার করলেও পরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিমানটি ভূপাতিত করার কথা স্বীকার করে ইরানের ইসলাবি বিপ্লবী বাহিনী আইআরজিসি। গত ১৫ জানুয়ারি বিধ্বস্ত বিমানটির ব্ল্যাক বক্স ইরানের কাছে চেয়ে পাঠায় ইউক্রেন।

সূত্র : আলজাজিরা 

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ