খুলনায় ‌‘চাকরি মেলা’

সরকারের একার পক্ষে দেশের সকল শিক্ষিত তরুণদের চাকরির সুযোগ দেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে বেসরকারী প্রতিষ্ঠানগুলোকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে। মঙ্গলবার খুলনায় দুদিনব্যাপী চাকরি মেলার উদ্বোধনকালে এ কথা বলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

তিনি বলেন, কর্মসংস্থানের ক্ষেত্রে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। এজন্য সরকার উপজেলা পর্যায়েও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও ট্রেনিং সেন্টার স্থাপন করছে। খুলনা জেলা স্টেডিয়ামের জিমনেশিয়াম হলে এই চাকরি মেলার আয়োজন করে বেসরকারি প্রতিষ্ঠান বিডিজবস। মেলায় চাকরি প্রদানকারী ৩৪টি প্রতিষ্ঠান ২৫০ এর বেশি কর্মী নিয়োগ দেবে। প্রথম দিনেই কয়েক হাজার চাকরি প্রার্থী তাদের আবেদন নিয়ে উপস্থিত হন।

প্রতিষ্ঠানগুলো আবেদন সংগ্রহ ও মেলা প্রাঙ্গনে সরাসরি সাক্ষাৎকার গ্রহণের ব্যবস্থা করেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)