করোনা আতঙ্কে সোনামসজিদে চিকিৎসক দল

মরণব্যাধি করোনাভাইরাসের ভয়ে বিশ্ব। এ হুমকির প্রেক্ষিতে বাংলাদেশের সব স্থলবন্দর ও ইমিগ্রেশন পয়েন্টগুলোতে সর্তকতা জারি করা হয়েছে।

সেই সঙ্গে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন পয়েন্টে বসেছে ৩ সদস্যের চিকিৎসক দল।

মঙ্গলবার দুপুরের দিকে এই পরীক্ষা শুরু করে চিকিৎসক দল। সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে আড়াইশ জন পাসর্পোটধারী যাত্রী চলাচল করলেও প্রতিদিন চার শতাধিক ট্রাক চালক চলাচল করে। যাদের পরীক্ষা-নিরীক্ষার কোনো ব্যবস্থা নেই।

আর ভারতের মোহদীপুর ইমিগ্রেশন পয়েন্টে এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি ভারত সরকারের পক্ষ থেকে। ভারতীয় ট্রাক ড্রাইভার ও খালাসিদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি বন্দর সংশ্লিষ্টদের।

শিবগঞ্জ উপজেলার নামোটিকরী উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার স্থলবন্দর মেডিকেল দলের প্রধান ডা. মো. তসিকুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক ভারত থেকে আসা যাত্রীদের কাছ থেকে মৌখিকভাবে শুনে লক্ষণ দেখে প্রাথমিক পরীক্ষা করা হচ্ছে। আমাদের কাছে করোনা ভাইরাস পরীক্ষার কোনো মেশিন নেই। এখনও বরাদ্দ পাইনি। তাই আপাতত এভাবেই পরীক্ষার কাজ চালছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)