৩৪৭টি কেন্দ্রে আতিকুল ১২৫১১৩, তাবিথ ৭৩০৬৭

সারা দিন বিরোধীদলের প্রার্থীদের অভিযোগ, ইভিএম বিভ্রাটসহ নানা ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশনের ভোটগ্রহণ শেষ হয়। এখন চলছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সম্পন্ন এ নির্বাচনের ফল প্রকাশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা টানা বিকেল ৪টা পর্যন্ত চলে।  

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে ৩৪৭টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। সেখানে আওয়ামী লীগ আতিকুল ইসলাম পেয়েছেন ১২৫১১৩ ভোট। আর বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ৭৩০৬৭ ভোট।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল