‘‌‌‌ঘুমের কারণে’ ঝরল ১৪ প্রাণ

ভারতের আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ১০ টা নাগাদ এ দুর্ঘটনা ঘটেছে।  

সূত্রের খবর, এ দিন রাতে ওই যাত্রীবাহী বাসটি বিহারের দিকে যাচ্ছিল সেই সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। প্রায় ৪০ জন ওই বাসটিতে ছিলেন। রাত হওয়ায় বাসের সকলেই ঘুমিয়ে পড়েছিলেন। আচমকা দুর্ঘটনায় প্রাণ গেল ১৪ জনের। আহত হন ২০ জন।

আহতদের উদ্ধারের পর নিয়ে যাওয়া হয় সাইফাই মেডিকেল কলেজ হাসপাতালে।  

সাফাই মিনি পিজিআই এর এমার্জেন্সি ওয়ার্ডের মেডিকেল অফিসার বিশ্ব দীপক জানিয়েছেন, হাসপাতালে ১৩ জনকে মৃত অবস্থায় আনা হয়।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)