‘সরকারি খরচে আসতে চান ১৭১ জন, নিজ খরচে ৩০’

চীনের হুবেই প্রদেশে থাকা আটকে পরা ১৭১ বাংলাদেশিকে ফেরত আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, এদের মধ্যে ৩০ জন নিজেদের অর্থে দেশে ফিরতে রাজি আছেন। এজন্য দূতাবাসে নাম নিবন্ধনও করেছেন। তবে আমরা সবাইকেই ফিরিয়ে আনব। এ ব্যাপারে কাজ চলছে।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে তিনি বলেন, তবে কবে নাগাদ তাদের ফিরিয়ে আনা যাবে, বিষয়টি চীনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ফিরিয়ে নিয়ে আসার পুরো বিষয়টি আমাদের হাতে নেই। ভাইরাসটি যেন ছড়াতে না পারে এ জন্য কিছু করণীয় আছে। তাই কবে নাগাদ এই ১৭১ জন ফিরবেন তার দিন-তারিখ এখনই বলা যাচ্ছে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৭১ জন দেশে আসার জন্য রেজিস্টেশন করেছেন। যখনি বলা হলো নিজের পয়সায় আসতে হবে, সাথে সাথে সংখ্যাটি ৩০-এ নেমে গেল। তাদেরকে ফেরত আনাটা চায়না সরকারের ওপর নির্ভর করছে।

এ সময় চীনের রাষ্ট্রদূত লি জিমিঙ জানান, করোনা ভাইরাস পরীক্ষা করতে বাংলাদেশকে ৫০০টি কিট দেওয়া হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)