কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় যাচ্ছে না বুয়েট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার নিয়ম অপরিবর্তিত থাকছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্য দিয়ে বুয়েট ইউজিসির সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক বুয়েটের এক অনুষদের ডিন জানান, বুধবার দিনগত রাত ১০টার দিকে সভা শেষ হয়। অধিকাংশ শিক্ষক বুয়েটের আগের নিয়মে ভর্তি পরীক্ষা গ্রহণ করার পক্ষে মত দেন।  

এর পক্ষে অনেক যুক্তি রয়েছে। এ বিষয়ে শনিবার (২২ ফেব্রুয়ারি) রেজুলেশন আকারে প্রকাশ করা হবে। তাহলে বিষয়টি পরিষ্কার হবে। এটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্তের বিরোধিতা নয় বলেও জানান তিনি। তবে এ বিষয়ে বুয়েটের উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামকে ফোন দেওয়া হলেও কলটি রিসিভ হয়নি।

বুয়েটের জনসংযোগ কর্মকর্তা শফিউর রহমান জানান, আজকে বিশ্ববিদ্যালয় বন্ধ এবং আগামীকাল ২১ শে ফেব্রুয়ারির কারণে শনিবারের আগে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য সম্ভব নয়।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল