তিন দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন, অবস্থান ও অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রিজভী বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন বানোয়াট মামলার রায়কে কেন্দ্র করে সারাদেশে প্রায় ৪ হাজার ২ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর প্রতিবাদে এ কর্মসূচি।

তিনদিনের কর্মসূচি: সোমবার ঢাকা মহানগরসহ সারাদেশে মানববন্ধন। মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে অবস্থান কর্মসূচি। বুধবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সারাদেশে অনশন কর্মসূচি।

বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মো. আক্তারুজ্জামান। রায়ে মামলার প্রধান আসামি খালেদা জিয়াকে পাঁচ বছর এবং তারেক রহমানসহ অন্য চার আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেন বিচারক।

রায়ের প্রতিবাদে শুক্রবার সারাদেশে বাদ জুমা বিক্ষোভ এবং শনিবার প্রতিবাদ কর্মসূচি পালন করে বিএনপি।